সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খালিশপুরে কিশোরী ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদন্ড (ভিডিও) | চ্যানেল খুলনা

খালিশপুরে কিশোরী ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদন্ড (ভিডিও)

খালিশপুরে কিশোরী ধর্ষণ মামলায় খুলনার এক‌টি আদালত ৫ আসা‌মি‌কে মৃত্যুদন্ড দি‌য়ে‌ছেন। একই সা‌থে তা‌দের ২০ হাজার টাকা করে জ‌রিমান দেওয়া হ‌য়ে‌ছে। মামলায় দুইজন আসা‌মি উপ‌স্থিত থাক‌লেও তিন জন পলাতক র‌য়ে‌ছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল পি‌পি ফ‌রিদ আহ‌মেদ।
সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, আলী আকবর ওর‌ফে হৃদয়, মে‌হেদী হাসান ওর‌ফে ইবু, সো‌হেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক), মোহন (পলাতক)।

আদালত সূত্র জানায়, ২০১১ সা‌লের ২৩ মার্চ সন্ধ‌্যা সা‌ড়ে ৭ টার দি‌কে ভিক‌টিম ১ নং বিহরী ক‌্যা‌ম্পের এক‌টি টিউবও‌য়ে‌লে হাত মুখ ধু‌চ্ছি‌লেন। এ সময় একই ক‌্যা‌ম্পের মোঃ মোহন খাবার কি‌নে দেওয়ার কথা শিয়া মস‌জি‌দের কা‌ছে নি‌য়ে যায়। সেখা‌নে পূ‌র্বে অ‌পেক্ষারত মোঃ আলী আকবর মোটরসাই‌কে‌লে তা‌কে অপহরণ ক‌রে চ‌রেরহাট বাবুল কাউ‌ন্সিল‌রের ভে‌ড়িবাদ কলা বাগা‌নের ভেত‌রে নি‌য়ে যায়। এ সময় উপ‌স্থিত অন‌্যান‌্য আসা‌মিরা এক‌ত্রিত হ‌য়ে কি‌শোরী‌কে ইচ্ছার বিরু‌দ্ধে জোর পূর্বক ধর্ষণ ক‌রে। কি‌শোরী অসুস্থ হ‌য়ে পড়‌লে সা‌ড়ে ৯ টায় আসা‌মি আলী আকবর ১নং বিহরী ক‌লোনীর পা‌শে আরা‌বিয়া মস‌জি‌দের সাম‌নে নাস্তার ওপর ফে‌লে যায়। এ সময় আসা‌মি আলী আকবর কি‌শোরী‌কে ঘটনা‌টি কাউ‌কে না জানা‌নো জন‌্য হুম‌কি দেয়। কিশোরী বা‌ড়ি এসে মায়ের সামনে ঘটনা‌টি খু‌লে ব‌লে। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে খা‌লিশপুর থানায় মামলা দায়ের করেন, যার নং ১৪।
একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল ক‌রিম ৫ জনের নাম উল্লেখ করে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলাকালীন আদাল‌তে ১২ জন স্বাক্ষ‌্য প্রদান ক‌রে।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ফ‌রিদ আহ‌মেদ ব‌লেন, কি‌শোরী বাংলা‌দে‌শে আটক থাকা পা‌কিস্তনী বিহরীর ক‌্যা‌ম্পের একজন সদস‌্যের মেয়ে। এক‌টি ঐ‌তিহা‌সিক রায় হয়েছে। উচ্চ আদালত যেন নিম্ন আদালতের সাজা বহাল রাখে সেই প্রত্যাশা করি। বহাল থাকলে দেশে অপরাধ প্রবনতা কমে আসবে ব‌লে তি‌নি ম‌নে ক‌রেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

খুলনায় আগুনে পুড়ল অস্থায়ী মার্কেটের ৪৪টি দোকান

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।