সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কোহলি-রোহিতদের কাঁদিয়ে ক্রিকেট বিশ্বের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া | চ্যানেল খুলনা

কোহলি-রোহিতদের কাঁদিয়ে ক্রিকেট বিশ্বের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ঘরের মাঠে বিশ্বকাপ, তার ওপর দারুণ ফর্মে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর আরেকটি শিরোপা জয় দেখার আশায় ভারতের প্রায় ১৭০ কোটি জনতা। যার একটি অংশ রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তবে পুরো আসরে অপরাজিত থাকা ভারতকে ৬ উইকেটে পরাজিত করে ক্রিকেট বিশ্বের নতুন চ্যাম্পিয়ন হয়ে যায় অস্ট্রেলিয়া।

বিশ্বের অন্যতম বৃহৎ এই ভেন্যুর হিসাবে দেখা হলে— হতে পারে এক লাখ ৩০ হাজার দর্শক। নগণ্য অস্ট্রেলিয়ান ভক্তদের চারদিকে পরিণত হয়েছে ‘নীল সমুদ্র।’ তবুও নিজেদের মুল শেয়ানা দেখিয়েছে অজিরা। এরআগে রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা।

২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উড়ন্ত শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওভারেই ঘুরে দাঁড়ায় ভারত। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দেয় ওয়ার্নার, প্রথম স্লিপে ভুল করেননি কোহলি। উইকেট লাগবে বলে শামিকে আনা হয়েছে দ্বিতীয় ওভারেই, সফলও হলেন স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো এ পেসার।

যখন দলীয় ৫০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল অজিরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করে ট্রাভিস হেড। তাকে যোগ্য সঙ্গ দেয় মার্নাস ল্যাবুশেন। শেষ পর্যন্ত এই জুটি অপরাজিত থাকতে পারেনি। অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকান ট্রাভিস হেড আর হাফ সেঞ্চুরি করেন মার্নাস ল্যাবুশেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

থ্রো থেকে সরাসরি গোল, বাংলাদেশ ফুটবল লিগে অদ্ভুতুড়ে ঘটনা

মেয়েদের ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুঃসংবাদ

এমএলএসে মেসির নতুন ইতিহাস, টানা দ্বিতীয়বার এমভিপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।