সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েট সাংবাদিক সমিতির যাত্রা শুরু | চ্যানেল খুলনা

কুয়েট সাংবাদিক সমিতির যাত্রা শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সাংবাদিক সমিতি। সোমবার (১সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক সাংবাদিক সমিতির কার্যক্রম শুরু করার অনুমতি প্রদান করেন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের অর্জন প্রচার এবং ক্যাম্পাসের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যেই এই সমিতি গঠিত হয়েছে। ইতোমধ্যে কুয়েটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন। তাঁদের সম্মিলিত উদ্যোগেই সাংবাদিক সমিতির অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাকসুদ হেলালী, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের অ্যালামনাইসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেনসহ বিভিন্ন সমিতির প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

সাংবাদিক সমিতির অনুমোদন প্রসঙ্গে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক বলেন, “কুয়েটে যেসব সমস্যা বিরাজ করছে, অনেক সময় ভুল সংবাদ তার জন্য দায়ী হয়। শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসনীয়। তাঁদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন: শফিকুল আলম মনা

খুবিতে বিএসি নীতিমালা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট সাংবাদিক সমিতির যাত্রা শুরু

খুুবিতে উপাচার্যের সাথে হিট প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকদের মতবিনিময়

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কেডিএকে লাল কার্ড, শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচার প্রতিবাদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।