সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কালিয়ায় মদ্যপানে স্কুল ছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী | চ্যানেল খুলনা

কালিয়ায় মদ্যপানে স্কুল ছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে দশম শ্রেনীর ছাত্রী পূজা করের মৃত্যু হয়েছে এবং আরেক স্কুল ছাত্রী অসুস্থ অবস্থায় লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে স্কুল ছাত্রী পূজা করের মৃত্যু হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং বুধবার দুপুরে জানাজানি হয়। মৃত পূজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।

এ ঘটনায় অপর আরেক স্কুল ছাত্রী নয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

ত্রীনয়নী বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা যায়, পূজা উপলক্ষে মৃত পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। পূজা উপলক্ষে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পূজা করকে মৃত ঘোষনা করেন। অপর ছাত্রী ত্রীনয়নী হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।

এবিষয়ে পূজা কর ও ত্রীনয়নীর স্বজন ও পরিবারের লোকজনদের সাথে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে সাংবাদিকদের কাছে অন্য কথা বলে এড়িয়ে যায়।

এ ঘটনায় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লা বেলাল জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায় “পূজা” অতিরিক্ত মদ্যপান করেছিলো। তাদের লোকজনের চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই। তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর, এমও ডাঃ আব্দুল্লা আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ত্রীনয়নী মদ্যপানের কারনে অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, আমাদের কেউ কিছু বলেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

কালিয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ।

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ ৩ জন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

কালিয়ায় যৌথবাহিনীর অভিযান, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নড়াইলে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কালিয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।