সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কর্মস্থলে অনুপস্থিত শ্রমিকরা পাবেন বেতনের ৬৫ শতাংশ | চ্যানেল খুলনা

কর্মস্থলে অনুপস্থিত শ্রমিকরা পাবেন বেতনের ৬৫ শতাংশ

চ্যানেল খুলনা ডেস্কঃ কর্মস্থলে যারা উপস্থিত হতে পারেননি সেসব পোশাক শ্রমিকরাও বেতন পাবেন। তবে তাদের দেওয়া হবে মূল বেতনের ৬৫ শতাংশ। এপ্রিলে দেওয়া হবে ৬০ শতাংশ আর বাকি ৫ শতাংশ মে মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে দেওয়া হবে। আর কাজে যোগ দেওয়া উপস্থিত পোশাক শ্রমিকরা শতভাগ বেতন পাবেন।

সোমবার (৪ মে) রাজধানীর শ্রম ভবনে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোশাক কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারী সকলের জন্যই এ শর্ত প্রযোজ্য হবে।
গতকাল সোমবার প্রায় দিনভর চলেছ এ বৈঠক। সকাল ১১ টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয়েছে বিকাল ৪টারও পরে। বৈঠকে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আলী আজম, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপনসহ আরও অনেকেই।

বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী বলেন, সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিতি শ্রমিকরা ৬০ শতাংশ বেতন পাবেন। তবে শ্রমিক নেতাদের দাবিতে আমরা আরও ৫ শতাংশ বেতন দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। সেই ৫ শতাংশ বেতন পরবর্তী মাসের সঙ্গে সমন্বয় করা হবে। কারণ এরই মধ্যে স্যালারি শিট তৈরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, কর্মস্থলে উপস্থিতি শ্রমিকরা শতভাগ বেতন পাবেন। শ্রমিক বা স্টাফ সবাই একই বেতন পাবেন। শ্রমিক তো শ্রমিক, সে কর্মচারী হোক কিংবা লেবার।

বৈঠকে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আলী আজম, বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপনসহ আরও অনেকেই।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

১০ দিনেই ৯৭ হাজার ই-রিটার্ন দাখিল

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা

পাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতি

১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা

কেমন হলো এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

ঈদের আগেই বাজেট, তারিখ ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।