স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কমিউনিটি পর্যায়ের নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। তিনি বলেন, “নগরীর প্রতিটি এলাকা ধারাবাহিকভাবে পরিচ্ছন্ন করা হবে, তবে পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণে নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে। কেসিসি’র পাশাপাশি সামাজিক সংগঠনগুলোও এই কাজে সম্পৃক্ত হতে হবে।”
মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত “Strengthening Community Engagement for Health and Well-being” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের ‘নন-কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম’-এর আওতায় খুলনা সিটি কর্পোরেশন এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছা. শাহীন আখতার পারভীন, বিটিসিএল খুলনার উপমহাব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মো. মিজানুর রহমান, কুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনজুর মোর্শেদ ও প্রফেসর ড. তুষার কান্তি রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসেন আলী খন্দকার এবং শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব আলম।
এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, শামীমা সুলতানা শিলু, যমুনা টিভি খুলনার প্রতিনিধি শেখ আল-এহসান, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজবিনা খানম, এসকেএম তাছাদুজ্জামান, গাজী সালাউদ্দিনসহ ওয়ার্ড সচিববৃন্দ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
সঞ্চালনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ।
উল্লেখ্য, ‘স্বাস্থ্যকর শহর–খুলনা’ প্রকল্পের আওতায় মহানগরীর ৬, ১৮ ও ২৫ নম্বর ওয়ার্ডের নাগরিকদের শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পরিচ্ছন্নতা বিষয়ে বর্তমান অবস্থা চিহ্নিত করা হয়েছে। এসব বিষয় নিয়ে কর্মশালায় বিশদ আলোচনা হয় এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে তিনটি ওয়ার্ডে পুকুর পরিস্কার ও শারীরিক পরিশ্রমে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে একটি সাইকেল র্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।