সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
ওষুধ খাইয়ে শিশু-কিশোরকে বলাৎকার, ইমামকে গণপিটুনির পর কারাগারে মৃত্যু | চ্যানেল খুলনা

ওষুধ খাইয়ে শিশু-কিশোরকে বলাৎকার, ইমামকে গণপিটুনির পর কারাগারে মৃত্যু

গাজীপুরের পুবাইলের হায়দরাবাদ এলাকায় ঘুমের ওষুধ খাইয়ে একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মৃত ইমাম রহিজ উদ্দিন (৩৫) কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিজ উদ্দিন।

পুবাইল থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ছেলে শিশু ও কিশোরদের ধর্ষণের অভিযোগে রোববার এলাকাবাসী হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গাছে বেঁধে গণপিটুনি দেয়। এ সময় এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে। পরে নির্যাতিত এক কিশোরের বাবা বাদী হয়ে মামলা করেন।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সীমান্তে পুশইনের সময় সবার জমানো টাকা রেখে দিল বিএসএফ

গরু কিনে ফেরার পথে বাবা-ছেলেসহ ৫ জন নিহত

ঈদের ছুটিতে গ্রামে যাচ্ছিলেন, সড়কে প্রাণ গেল বাবাসহ ২ ছেলের

দুই মণ গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর ওপর হামলা, যা জানা গেল

যাত্রী বেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।