সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
এবার বেতনের অর্ধেক দিলেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার | চ্যানেল খুলনা

এবার বেতনের অর্ধেক দিলেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার

চ্যানেল খুুলনা ডেস্কঃ কয়েকদিন আগে করোনা তহবিলে নিজেদের বেতনের অর্ধেক দিয়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ও নবীন মিলিয়ে মোট ২৭ ক্রিকেটার। এবার বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ৯১ জন প্রথম শ্রেণির ক্রিকেটার দান করে দিয়েছেন নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা। তবে এর পরিমাণ কতো তা জানানো হয়নি।

তবে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি হবে এই অঙ্কটা। প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার জন্য তিনটি গ্রেডে মাসিক পারিশ্রমিক দিয়ে থাকে বিসিবি। গ্রেডগুলোতে বেতনের পরিমাণ যথাক্রমে ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।
প্রথম শ্রেণির ক্রিকেটাররা এই টাকাটা দান করছেন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) করোনা তহবিলে। যা গঠিত হয়েছে বুধবার। আর আজই মিললো দারুণ সহায়তা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব।

সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিজ্ঞপ্তিতে লিখেছেন, ‘বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণীর ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের এই ক্রান্তিকালে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা যে মানবিকতা,দায়িত্ববোধ, ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি আরও লিখেছেন, ‘কোয়াব মনে করে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বর্তমান দুর্যোগ মোকাবেলা সম্ভব। আমাদের সকলকে অনুধাবন করতে হবে, আমাদের একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্রিকেটারদের স্বার্থরক্ষা ও দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব। আমরা বিশ্বাস করি,আগামী দিনগুলোতে ক্রিকেটারদের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেট উন্নয়ন ও গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

প্রীতির গোলে এগিয়ে বাংলাদেশ

‘কে পরিশ্রম করছে, কে ফাঁকি দিচ্ছে, সহজেই ধরতে পারেন কোচ’

ভুটানের ক্লাবে এবার বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি কোথায় দেখবেন

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।