সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন | চ্যানেল খুলনা

উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন

বিভাগীয় শহর খুলনায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তমবর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন হয়েছে। রবিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্থানীয় বু্যুরো অফিসের উদ্যোগে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ইত্তেফাক প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে পাঠকের কাছে সমাদৃত হয়ে রয়েছে।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহসভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) উপদেষ্টা শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, কেআরইউ’র সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামাল পপলু, সিনিয়র সাংবাদিক রকিবউদ্দিন পান্নু, আলমগীর হান্নান, মাহবুবুর রহমান মুন্না, রফিউল ইসলাম টুটুল, আনোয়ারুল ইসলাম কাজল, কাজী শামীম আহম্মেদ, কৌশিক, শামীমুজ্জামান, শামীম আশরাফ শেলী, আমিনুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, মহানগর যুবলীগ সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফোয়াব) সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। এ সময় বটিয়াঘাটা সংবাদদাতা শেখ আব্দুল হামিদ, দাকোপ সংবাদদাতা বিধান চন্দ্র ঘোষ, ইত্তেফাকের ফটো সাংবাদিক দেবব্রত রায়, অফিস সহকারী তারিকুল আলম উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ

খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ

খুলনা ২ আসনের হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন সোনাডাঙ্গা থানার যৌথ সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।