সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ফ্যাসিবাদ | চ্যানেল খুলনা

উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ফ্যাসিবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং ডিভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে ‘উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১.৩০ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশের পথ নির্ধারণ হবে। রাষ্ট্র গঠন এবং জাতি গঠন একটি সমন্বিত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জবাবদিহিতা এবং নেতৃত্বের গুণাবলী বিশেষ ভূমিকা রাখে। তাই রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়ায় জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। তিনি দেশ ও জাতির উন্নয়নে এমন একটি সময়োপযোগী সেমিনার আয়োজনের জন্য ইউআরপি ও ডিএস ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর্স’র সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি তাঁর দীর্ঘ আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে নানা সমস্যা ও সমাধানের বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ফ্যাসিবাদ। বাংলাদেশ সেই মৌলিক সমস্যার মুখোমুখি হয়েছিল। এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। বিশেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ক্ষমতার কেন্দ্রায়িত চরিত্র যত বাড়বে, জনদুর্দশা তত বাড়বে। সুনির্দিষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনআকাঙ্ক্ষা পূরণ করাও সম্ভব হবে না। তিনি উন্নয়নশীল দেশের রাষ্ট্র গঠনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, দরিদ্রতা, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেমিনারে আরও আলোচনা করেন ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন ও ডিএস ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রভাষক নূর মোহাম্মদ হা-মীম। সেমিনারে দুই ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা

খুবিতে হাতে-কলমে অগ্নি নির্বাপণের কলা-কৌশল শিখলেন শিক্ষার্থীরা

কুয়েটে একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার’র উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।