মাহিন ইসলাম তন্বী স্কিন কেয়ার পণ্য বিক্রয় ও বিপননে বিশেষ অবদান রাখায় এশিয়া আরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। স্কীনকেয়ার এবং বাংলাদেশে দীর্ঘ ৭ বছর মেয়েদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এই অ্যাওয়ার্ড অর্জন করলেন তিনি। গত ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া আরব এডুকেশন অ্যান্ড লিডারশিপ সামিট কর্তৃপক্ষ তার হাতে এই এওয়ার্ড তুলে দেয়। মাহিন ইসলাম তন্বী প্রায় ৭ বছর ধরে অনলাইন এবং আউটলেট এর মাধ্যমে স্কিন কেয়ার পণ্য সুনামের সাথে ব্যবসা করে আসছেন।
ঢাকায় জন্মস্থান হলেও বৈবাহিক সূত্রে খুলনার টুটপাড়া এলাকার পুত্রবধূ। তার পিতা আমিরুল ইসলাম চৌধুরী বহুজাতিক ওষুধ কোম্পানী এ্যরিস্টো ফার্মার বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান হিসেবে কর্মরত এবং মা গুলশান আরা বেগম গৃহিনী। নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক গাজী আবুল হাসানের পূত্র ডাঃ গাজী রিয়াজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধের পর থেকে তার ব্যাবসার সুনাম এবং পরিধি বিস্তৃত হচ্ছে।
ব্যক্তিগত জীবনে তিনি স্বামী এবং এক কণ্যা সন্তানের জননী।