সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা | চ্যানেল খুলনা

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা

ইউটিউবে ভিডিও দেখে শিখেছিলেন মোটরসাইকেল চুরি। বানিয়েছিলেন বেশ কয়েকটি চাবি। এরপর প্রথমবারের মতো চুরির উদ্দেশে বের হয়েছিলেন রাসেল হোসেন (২০) ও মিজান হোসেন। তবে কাঙ্খিত মোটরসাইকেল আর নেওয়া হলো না। তার আগেই জনতার হাতে ধরা পড়েছেন তারা।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে এই দুই যুবক। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়।

আটক রাসেল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে এবং মিজান হোসেন একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রীর কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের এ্যাপাচি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন তারা দুজন। কিন্তু মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তারা রাসেল ও মিজানকে ধরে ফেলেন। এরপর দঁড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে থানায় নিয়ে যান।

মোটরসাইকেলের মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল রেখে পাশেই কাজ করছিলেন আরিফুল। এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা এবং পাশেই দুইজনকে বেঁধে রেখেছেন স্থানীয়রা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

পুলিশ কর্মকর্তা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাসি ব্যবস্থা দেশে কায়েম রয়েছে

ঝিনাইদহে বটগাছের ডালে ঝুলে ছিলো ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ

নিজের মন্ত্রনালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

ঝিনাইদহে ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।