আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এতদিন।
ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমি থেকে। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে চেলসি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে ২০ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্টও করেন এই উইঙ্গার। গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক হয় তাঁর। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে বদলি হিসেবে নেমে গোল করেন পিএসভির বিপক্ষে।
ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তির পর ফারহান বলেন, ‘এ অনুভূতি সত্যিই বলে বোঝাতে পারব না। ফুটবল খেলার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি। আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে।’
ফারহান আরও বলেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। এরপর থেকে যাত্রাটি ছিল রোলারকোস্টারের মতো। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে। এজন্য অনেক ত্যাগ স্বীকার করেছে করেছে তারা। সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’
ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বাংলাদেশের মাটিতে ফারহানের পা পড়বে কি না তা সময় বলে দেবে।