সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আড়াই কোটি টাকা আত্মসাতে ল্যাব টেকনিশিয়ান প্রকাশের বিরুদ্ধে দুদকের মামলা | চ্যানেল খুলনা

আড়াই কোটি টাকা আত্মসাতে ল্যাব টেকনিশিয়ান প্রকাশের বিরুদ্ধে দুদকের মামলা

করোনার রোগী পরীক্ষার ইউজার ফির দুই কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্ৰকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে প্রকাশ দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরাধ আইনের ৫(২) ধারায় অভিযোগে এ মামলা দায়ের করেন (যার নং ১৬) সংস্থার উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান। তবে গত ২৭ সেপ্টেম্বর থেকে অভিযুক্ত প্রকাশ পলাতক রয়েছে বলে জানা গেছে।

এর পূর্বে, আত্মসাতের বিষয়টি সন্দেহ হলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডাঃ নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাতেও অভিযোগের প্রমাণ মেলে। খুলনা সিভিল সার্জন অফিস থেকে ২৭ সেপ্টেম্বর খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সেই জিডির কপিসহ অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকাশের বিরুদ্ধে আত্মসাতের প্রমাণ মেলে।
মামলার বিবরণীতে জানা যায়, টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার ইউজার ফি গ্রহণ করার দায়িত্ব পেয়ে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত চার কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন। এর মধ্যে এক কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭শ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেন তিনি। কিন্তু বাকি দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান না করে আত্মসাৎ করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি, খুলনায় দুই প্রতারক গ্রেফতার

দিঘলিয়ায় তিন দিন নিখোঁজের পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

সাবেক এমপি ওমর ফারুকসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৩২

নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।