সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আরেক অর্জন: নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দ্রব্য মূল্য | চ্যানেল খুলনা

আরেক অর্জন: নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দ্রব্য মূল্য

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন হয়েছে। সরকারের অনুমোদনের জন্য তা এখন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। মোংলা বন্দরের সদস্য
কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব) এ মডেল দেন। তিনি ২০০৩ সালে বান্দারবানের পর্যটন স্পট নীলাচলের আবিস্কারক। তিনি প্রজননের
সময় ইলিশমাছ না ধরার মডেল সৃষ্টি করেন এবং ০২ টি উপজেলায় ৫ বছর এ মডেল বাস্তবায়ন করে ২০০৯ সালে জাতীয় স্বর্ণপদক পান।
এ মডেল ২০১১ থেকে সারাদেশে প্রতিষ্ঠিত ও চলমান।
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মডেলটিতে সরকারের অর্থ ব্যয় হবে না; অতিরিক্ত জনবলের প্রয়োজন নেই। তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব। রূপরেখা
সংক্ষেপে নিম্নরূপ:
২টি কমিটি হবে
১) আবু-সাঈদ কমিটি : সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও উপজেলার প্রতিটি হাটের সভাপতি ও সেক্রেটারি সদস্য হবেন;
২) মুগ্ধ কমিটি: উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বাস্তবায়ন পদ্ধতি:
ক) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা হবে ;
খ) কর্মকর্তা/কর্মচারিদের রুটিন করে দায়িত্ব দেয়া হবে। গ্রামের হাট থেকে মৌলিক মূল্য সংগ্রহ করবেন তারা;
গ) প্রতিটি পণ্যের গড়মূল্যের উপর “আবু-সাঈদ কমিটি” উপজেলার মূল্য নির্ধারণ করবে; উপজেলার বাজারের সভাপতি সেক্রেটারির
উপস্থিতিতে মূল্য নির্ধারিত হবে বিধায় বিক্রেতারা আশ^স্ত থাকবেন;
ঘ) উপজেলার বাজারের দৃশ্যমান স্থানে সাইন বোর্ডে মূল্য তালিকা ২৪ ঘন্টা প্রদর্শিত হবে;
ঙ) বিক্রেতাকে অবশ্যই তার পণ্যের সরকারি দর সাইনবোর্ডে দেখে বাজারে বিক্রি করতে হবে। যেমন- টমেটো ১৭ টাকা থেকে ২১ টাকা;
চ) সিভিল পোষাকে “মুগ্ধ কমিটির” সদস্যরা বাজারে বিচ্ছিন্নভাবে লক্ষ্য রাখবেন। ব্যত্যয় হলে মোবাইল কোর্ট।
নিয়ন্ত্রিত হবে ৪৮৫ টি বা সকল উপজেলায় দ্রব্য মূল্য
জেলা ও বিভাগ
ক) জেলা ও বা বিভাগীয় শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করতে হবে;
খ) ইউএনও সরকারি মূল্য তালিকা ই-মেইলে জেলা প্রশাসক বরাবর পাঠাবেন;
গ) গড় মূল্যের উপর আবু-সাঈদ কমিটি জেলার বা বিভাগীয় শহরের মূল্য নির্ধারণ করবে বাজারের সভাপতি সেক্রেটারিদের উপস্থিতিতে;
ঘ) উপজেলার বাস্তবায়ন পদ্ধতিতে জেলায় নিয়ন্ত্রণ হবে।
নিয়ন্ত্রিত হবে ৬৪ জেলা ও বিভাগীয় শহরে দ্রব্য মূল্য
ঢাকা ও চট্টগ্রাম
ক) অনেকগুলি অঞ্চলে বিভক্ত হবে বাজারগুলি;
খ) দেশের জেলার মূল্যের উপর গড়মূল্য হবে;
গ) পরিবহন ও লাভ বিবেচনায় “আবু-সাঈদ কমিটি” মূল্য নির্ধারণ করবে বাজারের সভাপতি-সেক্রেটারিগণের উপস্থিতি;
ঘ) প্রয়োজনে সিটি কর্পোরেশনের ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় হবে।

নিয়ন্ত্রিত হবে সারাদেশে দ্রব্য মূল্য
আরও থাকবে

১) উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম থেকে মালগাড়িতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রাত ২:৩০টার মধ্যে ঢাকায় আসবে। যানজট এড়াতে ভোর ৬ টার
মধ্যে ট্রাকে করে সব বাজারে পণ্য যাবে। মালগাড়িতে পরিবহনে কোন ভাড়া দিতে হবে না;
২) পচনশীল পণ্যের ট্রাকে কোন টোল দিতে হবে না;
৩) মাছ, মুরগীর খাবার তৈরির ফ্যাক্টরিতে ভুর্তুকি।
সরকারের অনুমোদন হলে এ মডেলের অনুসরণে গুদামজাতকৃত, আমদানিকৃত ও অন্যান্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ পরবর্তীতে প্রণীত হবে।

https://channelkhulna.tv/

খোলামত আরও সংবাদ

মব নয়, আইনের শাসন চাই

কার স্বার্থে থমকে যাচ্ছে খুলনার নভোথিয়েটার?

এরশাদ শিকদার আমার চাকরিজীবনের আশীর্বাদ

‘ছাত্ররা আমার কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা’

প্রিয় মানুষকে অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটে

সহনীয় মূল্যে ইলিশ : মডেল উদ্ভাবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।