সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আমাকে গ্রেপ্তার করুন, আপনাদের ক্ষমতা দেখান: ইলিয়াস কাঞ্চন | চ্যানেল খুলনা

আমাকে গ্রেপ্তার করুন, আপনাদের ক্ষমতা দেখান: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহন মালিকদের অরাজকতা নিয়েও সরব হয়েছেন বারবার। ফলে নানা ঝামেলায়ও পড়তে হয়েছে তাঁকে।

তবে সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এমনটাই দাবি অভিনেতার। অপপ্রচার না করে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলে তাঁকে গ্রেপ্তার করতে বলেছেন ইলিয়াস কাঞ্চন।

গতকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা দাবি করেন, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনের ভিত্তিতেই নিরাপদ সড়ক নিয়ে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এর আগে নিরাপদ সড়কের জন্য মানুষের কোনো আকাঙ্ক্ষা ছিল না।

এমন বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে সভা বয়কট করে চলে যান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া তাঁর আন্দোলনের ধারাবাহিকতায় আজ সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। কিন্তু একটি মহল বিষয়টি অস্বীকার করছে।

বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান গংদের মতো মাফিয়া চক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তাঁরা জুতা নিক্ষেপ করেছেন। আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন। নতুন সরকার এসেছে, কিন্তু চক্রান্ত আজও শেষ হয়নি।’

কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিভিন্ন চক্র আমাকে রাজনৈতিক ট্যাগ দিচ্ছেন। বলা হচ্ছে আমি আওয়ামী লীগ করি। আমি কোনো দল করি না। এর পরও আমাকে বলা হয় আমি অমুক দল করি তমুক দল করি। তাহলে আমাকে গ্রেপ্তার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবু অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, মারা গেছেন সেই বনশ্রী

শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়

আরিয়ানের প্রথম ওয়েব সিরিজে অতিথি চরিত্রে তিন খান

ভেনিসে দ্বিতীয় সেরা পুরস্কার জিতল গাজায় শিশুহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র

তিন দশক পর একসঙ্গে রজনীকান্ত ও মিঠুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।