
যে জাতি গুণীজনের সম্মান দিতে জানে না, সে জাতি কখনো বড় হতে পারে না”এই মর্মস্পর্শী বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।তিনি বলেন,একটি আদর্শ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে সবার আগে শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। আমরা ভালো ফলাফলের আশা করি, কিন্তু যারা এই ফলাফলের কারিগর,সেই শিক্ষকদের জীবনযাত্রা ও সম্মান নিয়ে সচেতন হই না এটাই আজকের সমাজের বড় দুর্বলতা।
মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত “এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে আটটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বকুল বলেন, একসময় আমরা শিক্ষকদের দেখলে শ্রদ্ধায় মাথা নত করতাম। সেই শাসন ও স্নেহই আমাদের মানুষ করেছে। আজ সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয় আহমেদ জানায়, সে বড় হয়ে পুলিশ অফিসার হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায়। আর কুয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আশফাকুস সুরাইয়া বলেন, তিনি একজন আদর্শ শিক্ষক হয়ে নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়াতে চান। শিক্ষার্থীদের এই স্বপ্নে করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বকুল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। এতে তরুণরা যেমন শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হবে, তেমনি সমাজও মাদকমুক্ত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ হাওলাদার, সভাপতি, কার্যনির্বাহী কমিটি। উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, শাহিনুল ইসলাম, আবু জাফর, জাহিদ হোসেন, অরবিন্দু কুমার মণ্ডল, এস. এ. রহিমসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা প্রদান করা হয় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কুয়েট মাধ্যমিক বিদ্যালয়, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসা, সরকারি ল্যাবরেটরি স্কুল, কেডিএ স্কুল, আর আর এফ স্কুল, তেলিগাতী হাই স্কুল ও সোনালী জুট মিলস স্কুলের কৃতি শিক্ষার্থীদের।
রকিবুল ইসলাম বকুলের মতে,শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না হলে আদর্শ জাতি গঠন অসম্ভব।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী বাংলাদেশের নির্মাতা; তোমাদের হাতেই বাস্তব হবে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন। কার্যনির্বাহী কমিটি সভাপতি আবু সাঈদ হাওলাদার আব্বাসে সভাপতিত্ব উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম,আয়েশা সিদ্দিকা,শাহিনুল ইসলাম,আবু জাফর,জাহিদ হোসেন,অরবিন্দু কুমার মন্ডল,এস এ রহিমসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফুলবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,কুয়েট মাধ্যমিক বিদ্যালয়,মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসা,সরকারি ল্যাবরেটরি স্কুল, কেডিএ স্কুল, আর আর এফ স্কুল,তেলিগাতী হাই স্কুল ও সোনালী জুটমিলস স্কুলের কৃতি শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।


