সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আইইবি খুলনা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত | চ্যানেল খুলনা

আইইবি খুলনা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত

মহান বিজয় দিবস-২০২১ ও ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আইইবি খুলনা কেন্দ্রের উদ্যোগে গল্লামারীস্থ স্মৃতিসৌধে পুস্পস্তাবক পুস্পস্তাবক অর্পণ এবং আলোচনা সভা আয়েজন করা হয়।
১৯৭১সালের মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও যথাযথ সম্মান প্রদর্শনার্থে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের প্রকৗশলীদের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর-২০২১ সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারীস্থ স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ করা হয়। খুলনা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্ পিইঞ্জ এর নেতৃত্বে সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, ভাইস-চেয়ারম্যান(এইচআরডি) প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া, কাউন্সিল সদস্য প্রকৌশলী এম.ডি. কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মুরাদুল ইসলাম, প্রকৌশলী খন্দকার মাহফুজ-উদ-দারাইনসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ করেন।
এছাড়া ২য় পর্বের অংশ হিসেবে ১৭ ডিসেম্বর বিকাল ৪ টায় আইইবি ভবনের সভাকক্ষে মহান বিজয় দিবস-২০২১ ও ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তীর উপর আলোচনা সভা আয়োজন করা হয়। আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্ পিইঞ্জ এর সভাপতিত্বে ও কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ নূরুজ্জামান। মহান বিজয় দিবসের উপর আলোচনাকালে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিশিকাময় দিন গুলির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অত্র কেন্দ্রের চেয়ারম্যান মহোদয় তাঁর বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১৯৭১ সালে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন-এ অনুপ্রাণিত হয়ে এদেশের সকল শ্রেণীপেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়েন এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষরন মুক্তিযুদ্ধ কওে, ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনদের আতœত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে।
গৌরবময় বিজয়ের ৫০ বছর পূর্তিতে সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে স্মৃতিচারণ করে আরও যাঁরা বক্তব্য রাখেন আইইবি খুলনা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, কাউন্সিল সদস্য প্রকৌশলী এম.ডি. কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কাউন্সিল সদস্য প্রকৌশলী নিবিড় মন্ডল, প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান তারেক, প্রকৌশলী মোঃ রুমেন রায়হান প্রমুখ। বিজয় দিবসের এ অনুষ্ঠানে অত্র কেন্দ্রের উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। পরিশেষে চেয়ারম্যান মহোদয় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে প্রকৌশলীদের কাজ করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।