সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনশনে থাকা পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিন | চ্যানেল খুলনা

আটরা শিল্পাঞ্চলে নগর বিএনপি’র সভাপতি মঞ্জু

অনশনে থাকা পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিন

চ্যানেল খুলনা ডেস্কঃবিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পাটকল শ্রমিকরা বকেয়া পাওনা না পেয়ে দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছেন, খেয়ে না খেয়ে সন্তানদের অভুক্ত রেখে আটরা শিল্পাঞ্চল ও খালিশপুর শ্রমিকরা ভুখা মিছিল করেছে। আজ জীবন বাঁচাতে রাজপথে নামতে বাধ্য হয়েছে। মজুরি কমিশনসহ ১১ দফা ন্যায্য দাবি মেনে নেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
নগর সভাপতি আরও বলেন ৪র্থ দিনের মত শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে আমরণ অনশনে থাকলেও আজ (শুক্রবার) পর্যন্ত সরকার কোন পদক্ষেপ না নেওয়ায় হতভম্ব হয়েছি। অনেকেই কাফনের কাপড় পরে এখানে বসেছেন। শ্রমিকদের বাঁচা মরার সংগ্রামে এই কর্মসূচিতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অনেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, অনশন ক্যাম্পে চলছে স্যালাইন। এরপরও টনক নড়ছে না কারও।
আরো শ্রমিকদের জীবনহানী হওয়ার আগে শ্রমিকদের ১১ দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, খেটে খাওয়া শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে সরকারকে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণ জুট মিলস্ এর সামনে ইস্টার্ণ ও আলিম শ্রমিকদের অনশন চলাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার বিএনপি’র সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপি’র সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপি’র সহ-সভাপতি এসএ রহমান বাবুল, থানা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ইনামুল হাসান ডায়মন্ড, আবু সাইদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম শুকুর, সেলিম সরদার, মিনা মুরাদ হোসেন, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, ফকির রবিউল ইসলাম, মোল্লা আইউব হোসেন, হারুনুর রশিদ, মুন্সি আব্দুর রব, সৈয়দ শাহাজান আলী, শেখ হাসিবুল হাসান, ইমদাদুল হক, মোল্লা সোহাগ হোসেন, মোঃ আরিফ হোসেন, ফকরুল ইসলাম, খয়বার হোসেন, হালিম শেখ, আতাউর, শহিদুল, শাকির আক্তার, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, শরিফুল ইসলাম, লোকমান, মোক্তার বিশ্বাস, আলী আহম্মেদ, খলিলুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মোল্লা সোলায়মান, কামরুল ইসলাম, পলাশ মোল্লা, জাকারিয়া মাহমুদ পিটু, রফিকুল ইসলাম সুজা, আজমল হোসেন, মোসলেম শেখ, ওবায়দুর রহমান চয়ন, মোঃ জনি, বিল্লাল হোসেন, আলামিন হাওলাদার, মাসুম বিল্লাহ, মোঃ ইলিয়াজ, জিয়া, শফিকুল ইসলাম ও মীম প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।