সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
অনন্তকাল বাংলার মসনদ দখলে রাখা যাবে না | চ্যানেল খুলনা

নগরীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বক্তারা

অনন্তকাল বাংলার মসনদ দখলে রাখা যাবে না

চ্যানেল খুলনা ডেস্কঃমুক্তিযুদ্ধ চলাকালে যারা পাকিস্তান সরকারের চাকুরি করেছেন, তাদের নিরাপত্তায় অফিস আদালতে আসা যাওয়া করেছেন, বেতন-ভাতা নিয়েছেন, আর্মি কর্ডনে সন্তান জন্ম দিয়েছেন তাদের মুখ থেকে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কোন কটূক্তি মানায় না বলে মন্তব্য করেছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, অনন্তকাল বাংলার মসনদ দখল করে রাখা যাবে না। পতন তোমাদের হবেই। সে পতন না হওয়া পর্যন্ত বিএনপি’র একজন নেতা-কর্মীও ঘরে ফিরে যাবেনা।
বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন আপীল বিভাগে খারিজ হয়ে যাওয়ার প্রতিবাদে নগরীতে গতকাল রবিবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। নগর ও জেলা বিএনপি’র যৌথভাবে কর্মসুচির আয়োজন করে।
সভাপতির বক্তৃতায় মঞ্জু বলেন, বাংলাদেশের ভূখন্ডের প্রতি আগ্রাসী ভারতের শ্যেনদৃষ্টি ছিল বহুকাল ধরেই। তারা এদেশের ভেতর দিয়ে তাদের বাণিজ্য ও অস্ত্র পরিবহন করতে চায়। এ দেশকে নিয়ন্ত্রণ করার স্বার্থে তারা জিয়াউর রহমানকে হত্যা করেছে। তাদের চক্রান্তেই আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।
এনআরসি নিয়ে ভারত আজ নিজেই জ্বলছে দাবি করে তিনি বলেন, ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে। আমি তাকে খুলনায় আসার আমন্ত্রণ জানাচ্ছি। এ শহরের বড় বড় সুন্দর বাড়িগুলো হিন্দুদের। কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য তাদের। তারা খুবই নিরাপদে আছেন। তাদেরকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আপনার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন।
আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানার পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন এড. এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, মীর কায়সেদ আলী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, সাইফুর রহমান মিন্টু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, নেহিবুল হাসান নেহিম, শরিফুল ইসলাম বাবু, মোল্লা কবির হোসেন প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, এড. মোমরেজুল ইসলাম, এড. মানুম রশিদ, এসএ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, কামরান হাসান, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, নাজির উদ্দিন আহমেদ নান্নু, নিঘাত সীমা, কাউন্সিলর মাজেদা খাতুন, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক, মাওলানা আব্দুল গফফার, নাসিমা পলি ও রেহানা আক্তার প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।