সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কালিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নামে মামলা | চ্যানেল খুলনা

কালিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নামে মামলা

কালিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নামে মামলা

নড়াইলের নড়াগাতি থানায় নড়াইল ১ আসনের আওয়ামীলীগের চার বারের সাবেক সংসদ সদস্য (এমপি) বি,এম কবিরুল হক মুক্তি, সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য কাজী সরোয়ার হোসেন সহ ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

গত ২৬ আগষ্ট (সোমবার) রাতে নড়াগাতি থানা বিএনপি যুগ্ন আহবায়ক বিশ্বাস নওশের আলী বাদী হয়ে নড়াগাতি থানায় এই মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আর ও ৪ জন আসামি হলেন নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির,সাধারণ সম্পাদক ও সাবেক বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ ফুরকান মোল্লা,সহ-সভাপতি মোঃ আআলাউদ্দিন চৌধরী,পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার।

মামলা সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তিসহ আসামিরা গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, শর্টগান,বন্দুক, হাতবোমাসহ জনতাবদ্ধ হয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে। বিএনপির নেতা-কর্মীসহ এলাকায় জনমনে ভয় ও ত্রাস সৃষ্টির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পতনের জন্য সরকার বিরোধী মিছিল করে। বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের এবং এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করে। তাদের খুন জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ করে। শর্টগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এতে ভয়ে ওই এলাকার বিএনপি নেতাকর্মীরা তাঁদের বাড়িঘর ছেড়ে আশেপাশের গ্রামে আশ্রয় নেয়।

নড়াগাতি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরক আইনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

কালিয়ার কলাবাড়ীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের সংস্কার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াইলে দুর্ধর্ষ ডাকাতি!নগদ টাকা, স্বর্ণালংকার ওমোটরসাইকেল লুট

কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে ভ্যান বিতরণ।

নড়াইল ও চুয়াডাঙ্গায় বিএসটিআই’র অভিযান : ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল-১আসনে তৃতীয় বার আ’লীগের মনোনয়ন পেলেন বিএম কবিরুল হক মুক্তি

নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।