সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কালিয়ার কলাবাড়ীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের সংস্কার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

কালিয়ার কলাবাড়ীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের সংস্কার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

oplus_0

কালিয়ার কলাবাড়ীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের সংস্কার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির সংস্কার উপলক্ষে আলোচনা সভা করেছে অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।

রবিবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

আলোচনা শেষে বন্যা ও কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরনে দোয়া মাহফিল করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।
এ সময় কলাবাড়ীয়া বহুমুখী উচ্চ উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্থ শিক্ষক, নিয়োগ বানিজ্য, সৎ ও যোগ্য শিক্ষক নিয়োগসহ এলাকার উন্নয়নে ৭ দফা সংস্কারের দাবী জানান তারা। এ ছাড়া এলাকাবাসীর প্রতি তাদের উদ্যোগ ও উদেশ্যকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না করে একাত্মতা পোষন করে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন, অত্র স্কুলের প্রাক্ত ছাত্র ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোটা সংস্কার আন্দোলনকারী সিহাব আলী, নাইমুল ইসলাম, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর মোঃ ফাহাদ খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, স্কুল ও এলাকার উন্নয়নে ৭ দফা দাবী সংস্কারের আহ্বান জানিয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ছাড়া এ বিষয়ে ইউএনও কালিয়া বরাবর একটি স্মারকলিপি পেশ করবেন বলে জানান। তাদের ৭দফা হলো:১. কলাবাড়ীয়া ও কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক সংস্কার।২. কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের যারা অযোগ্য, অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে নিরেপেক্ষ ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।৩.কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও যথাযথ শিক্ষার মান নিশ্চিত করতে হবে।৪.কলাবাড়ীয়া স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতি বিষয়ের জন্য সৎ ও যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। ৫.নিয়োগ বানিজ্যের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে।৬. কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয় রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার বন্ধ করতে হবে। ৭. সর্বপরি ব্যাক্তি সার্থের ঊর্ধ্বে গিয়ে কলাবাড়ীয়া ও কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সার্থে সার্বিক উন্নয়ন জন্য সকালের একাতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় নিজ অর্থায়নে অসহায় শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, ড্রেস ও গাইড কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন নাহিদ মুন্সী ও ৭ শত শিক্ষার্থীর আইডি কার্ডের যাবতীয় খরচ (৬০ টাকা প্রতি কার্ড) বহন করার ঘোষণা দেন অত্র স্কুলের প্রাক্তন ছাত্র শেখ সাদী।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় প্রশাসনকে সর্বত্র ঢেলে সাজিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে- খুলনা ইসলামী আন্দোলন

২৪ ঘন্টার মধ্যে দলীয় প্যানা-ফেস্টুন অপসারণের নির্দেশ মহানগর বিএনপির

বিএনপির দৌলতপুরে সর্বজন সুধী সমাবেশ সফল করার লক্ষে সমাবেশ স্থল পরিদর্শন করেন : তুহিন

আগামী ১৩ই সেপ্টেম্বর দৌলতপুরে ইসলামী আন্দোলন এর গণসমাবেশ

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

বিভিন্ন বিভাগীয় ও শাখা অফিস আকস্মিক পরিদর্শনে প্রফেসর ড. মো. রেজাউল করিম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।