সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
নগরের বিভিন্ন ওয়ার্ডে সুধী সমাবেশে মনা-তুহিন | চ্যানেল খুলনা

নগরের বিভিন্ন ওয়ার্ডে সুধী সমাবেশে মনা-তুহিন

নগরের বিভিন্ন ওয়ার্ডে সুধী সমাবেশে মনা-তুহিন

ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মতলববাজ কোনো মহল যাতে হামলা, ভাঙচুর ও লুটপাট করতে না পারে সে ব্যপারে সবাইকে সতর্ক পাহারা বসাতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলন দমন করতে হাসিনা সরকার হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছিল। জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে সারা দেশে শত শত বিরোধীদলীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। গ্রেপ্তারও করা হয়েছিলো হাজার হাজার নেতাকর্মীকে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে নগরীর ২৭, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে “ ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাফিয়া শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দদেও সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের নামিয়ে পতিত হাসিনা সমগ্র দেশকে রণক্ষেত্রে পরিণত করেছিল। কিন্তু ছাত্র জনতার দুর্বার প্রতিরোধের মুখে আওয়ামীলীগের সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা পালানোর পরে ছাত্র জনতার বিজয়কে কালিমাযুক্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এর পদত্যাগ দাবি করে বলেন, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের মানুষ আপনার গম চুরির ঘটনা ভুলে যায়নি, ভুলে যায়নি ওয়ান ইলেভেন সরকারের কুশিলবদের একজন ছিলেন আপনি। বাংলার মাটিতে আওয়ামী লীগের কোন প্রেতাত্মার থাকার অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করেন। অন্যথায় আপনার পরিনামও হাসিনার মত হবে। পাড়া-মহল্লায় অপতৎপরতাকারীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহবান জানিয়ে অনুপ্রেবেশকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

২৭ নং ওয়ার্ড: সন্ধ্যায় সাড়ে ৭টায় ২৭ নং ওয়ার্ডে ব্যবসায়ী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা প্রফেসর (অব.) আলতাফ হোসেনর সভাপতিত্বে মিস্ত্রিপাড়া বাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বেগম রেহেনা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সেখ সাদী, সদর থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সাঈদ হাসান লাভলু, মিজানুর রহমান মিলটন, মাহবুব উল্লাহ শামীম, মেশকাত আলী, শরিফুল ইসলাম টিপু, রকিবুল ইসলাম মতি, জামির হোসেন দিপু, জাহিদুর রহমান, ঢালী মো. সালাউদ্দিন, সাইদুল ইসলাম, ডা. লাভলু, সৈয়দ আশরাফুল হক পাপ্পা, আবিক আহসান, সৈকত, নাজিম উদ্দিন পরাগ, রায়হান বিন নাদের, কাওসারী জাহান মঞ্জু, হাবীব, সামছুর রহমান, ব্যবসায়ী রুস্তম আলী, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান, হানিফ মাহমুদ, ডালিম প্রমূখ।

নগরের বিভিন্ন ওয়ার্ডে সুধী সমাবেশে মনা-তুহিন

৩০ নং ওয়ার্ড: ওয়ার্ড বিএনপির আহবায়ক এড. মোল্লা মাসুম রশীদের এর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় রূপসাবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বেগম রেহেনা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, আইনজীবী এড. হুমায়ুন কবির, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মতিউর রহমান খান বুলেট, মেহেদী হাসান লিটন, শওগাতুল আলম সগীর, গোলাম কিবরিয়া, রকিবুল ইসলাম মতি, সরোয়ার শিকদার, মো. মামুন, তৌহিদুর রহমান, জয়নাল সরদার, আসাদুজ্জামান মাসুম, সাঈদুল ইসলাম মোল্লা, আলী আকবর, সুরুজ মিয়া, ময়না বেগম, বিউটি, রাজু আহমেদ, ব্যবসায়ী সমিতির জাহান আলী, মো. লিটন, নুর মোহাম্মাদ, মাহমুদুল হাসান মিঠু, আহসান কবীর, মনির প্রমূখ।

৩১ নং ওয়ার্ড: বিকাল সাড়ে ৫টায় লবনচরা বান্দাবাজার এলাকায় ৩১ নং ওয়ার্ডে সুধি সমাবেশ ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শহীদ খান, মো. আমিন আহমেদ, হুমায়ুন কবীর চৌধুরী, আসলাম হোসেন, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, একেএম সেলিম, বাবুল রানা, নাজমুল হাসান নাসিম, আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান টুকু, ইয়াকুব আলী, মেহেদী হাসান, জাহাঙ্গীর মোল্লা, সেলিম হোসেন মন্টু,মো. এজাজ, আতাউর রহমান প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

চিতলমারীতে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত

২৪ ঘন্টার মধ্যে দলীয় প্যানা-ফেস্টুন অপসারণের নির্দেশ মহানগর বিএনপির

রামপালে ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির দৌলতপুরে সর্বজন সুধী সমাবেশ সফল করার লক্ষে সমাবেশ স্থল পরিদর্শন করেন : তুহিন

আগামী ১৩ই সেপ্টেম্বর দৌলতপুরে ইসলামী আন্দোলন এর গণসমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।