সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন | চ্যানেল খুলনা

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্নশেখ মাহতাব হোসেন ::ডুমুরিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন গাজী এজাজ আহমেদ। তিনি (ঘোড়া) ৭০,৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিমুর রহমান নয়ন (আনারস) ৩৯,৪১৫ ভোট পেয়েচেন। শারমিনা পারভিন রুমা (কলস) ৫৫,৮৩৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিলা রানী মন্ডল (বল) পেয়েছেন ৫১,১৫৫ ভোট। গোবিন্দ কুমার ঘোষ (তালা) ৫২,৫৭২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ রায় পেয়েছন ৩৫,১৬৮ ভোট।

রবিবার (৯জুন) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ শেষে গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।
এসময় ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম, ডুমুরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অন্জু দাস,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ
আশরাফুল কবির, ডুমুরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মনির হোসেনসহ প্রার্থী, সাংবাদিক, ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। ভোটারের উপস্থিতি ছিলো শতকরা ৫০ দশমিক ৯০ ভাগ।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন সহরিটার্নিং কর্মকর্তা  বলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ভারতে পালিয়ে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : এড. মনা

এক খুনিকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না : অধ্যক্ষ আব্দুল আউয়াল

বরিশাল সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড যুবদলের দোয়া

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা : খুলনা বিএনপির ক্ষোভ ও নিন্দা

রূপসায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।