সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
উদ্ভিদ টিস্যু কালচার বিষয়ে যৌথ গবেষণার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে খুবির এমওইউ | চ্যানেল খুলনা

উদ্ভিদ টিস্যু কালচার বিষয়ে যৌথ গবেষণার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে খুবির এমওইউ

উদ্ভিদ টিস্যু কালচার বিষয়ে যৌথ গবেষণার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে খুবির এমওইউ

উদ্ভিদ টিস্যু কালচার কৌশলগুলোর সাথে যৌথ গবেষণার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ মে) কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর স্বাক্ষর করেন। পরে তা উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ট্রেজারার বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা ও গবেষণার লক্ষ্যে এ ধরনের এমওইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে টিস্যু কালচারের বিভিন্ন বিষয়ে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হলো এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন শেষে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। যাতে তাদের পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধি হবে।

এমওইউ স্বাক্ষরকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকলোলজি ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর মো. রেজাউল ইসলাম, প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, প্রফেসর ড. এস এম আব্দুল্লাহ আল মামুন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরস্থ সংশ্লিষ্ট প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. জামাল হোসেন বিপিএএ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এমওইউতে টিস্যু কালচার প্রটোকল তৈরি, অভিজাত উদ্ভিদ প্রজাতির প্রচার এবং জেনেটিক রূপান্তর তদন্তসহ উদ্ভিদ টিস্যু কালচার কৌশলগুলোর সাথে প্রাসঙ্গিক যৌথ গবেষণা প্রকল্পে সহযোগিতা, কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ প্রোগ্রাম এবং বৈজ্ঞানিক প্রকাশনার মাধ্যমে টিস্যু কালচার প্রযুক্তির জ্ঞান, দক্ষতা ও সংস্থানগুলি বিনিময়ের উদ্যোগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিস্যু কালচার পদ্ধতি, ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এবং গবেষণা পদ্ধতিতে বাস্তব অভিজ্ঞতা পেতে ইন্টার্নশিপের সুযোগ দিতে সম্মত, সংশ্লিষ্ট প্রকল্পকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতামূলক গবেষণা প্রচেষ্টার জন্য ল্যাব সুবিধা ও সরঞ্জামগুলো ব্যবহার করার অনুমতি প্রদান (এক্ষেত্রে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ‘প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড বায়োটেকনোলজি’ ল্যাবরেটরিকে মনোনয়ন) এর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে নির্মাণাধীন জিমনেশিয়ামের কাজ নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্নের তাগিদ

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন

খুবিতে নির্মাণাধীন জিমনেশিয়ামের কাজ নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্নের তাগিদ

বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ : রেজাউল করিম

বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার সাজেদ উল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।