সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
গালি দেওয়া আফগান সমর্থককে মাঠ থেকেই বের করে দিলেন আফ্রিদি | চ্যানেল খুলনা

গালি দেওয়া আফগান সমর্থককে মাঠ থেকেই বের করে দিলেন আফ্রিদি

গালি দেওয়া আফগান সমর্থককে মাঠ থেকেই বের করে দিলেন আফ্রিদি

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপ্রীতিকর এক অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির। মাঠে এক সমর্থক শাহিনকে গালি দিয়েছেন বলে জানাচ্ছে পাকিস্তান ও ভারতের কিছু সংবাদমাধ্যম। এর জবাবে নিরাপত্তাকর্মীকে ডেকে ওই সমর্থককে মাঠ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

ঠিক কী কথা হয়েছে দুজনের মধ্যে সেটা প্রকাশ্যে আসেনি। তবে পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানাচ্ছে, ঘটনাটা ঘটেছে আফ্রিদি ড্রেসিংরুম থেকে মাঠের দিকে যাওয়ার সময়ে। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা ওই সমর্থক সে সময়ে আফ্রিদিকে উদ্দেশ করে অপ্রীতিকর কিছু বলেছেন – ক্রিকেটপাকিস্তান লিখেছে, অশ্রাব্য শব্দ ছিল সেগুলো। ওই সমর্থক আফগান ছিল বলেও জানাচ্ছে সংবাদমাধ্যমটি।

জবাবে আফ্রিদি অবশ্য ঠাণ্ডা মাথায়ই ওই সমর্থকের মুখোমুখি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা অনুমান করে নেওয়া যায়, কেন অমন কিছু বলেছেন সেটা জানতে চেয়েছেন আফ্রিদি। পরে মাঠের নিরাপত্তাকর্মীকে ডেকে কিছু একটা বলতে দেখা যায় আফ্রিদিকে।

আফ্রিদি এরপর ড্রেসিংরুমের দিকে চলে গেছেন। নিরাপত্তাকর্মী এসে ওই আফগান সমর্থককে মাঠ থেকে বের করে দেন।

ম্যাচে অবশ্য আফ্রিদি একেবারে খারাপ করেননি। রান বেশি খরচ করলেও উইকেট পেয়েছেন, তাতে একটা কীর্তিও হয়েছে তাঁর। ৪ ওভারে ৪৯ রানে ৩ উইকেট নেওয়া আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটসংখ্যা হলো ৩০০টি, সে পথে বাঁহাতি পেসারের ম্যাচ লেগেছে মাত্র ১৪৫টি।

পাকিস্তানও ম্যাচটা জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। আগে ব্যাট করে আয়ারল্যান্ড করে ২০ ওভারে ১৯৩ রান, জবাবে রিজওয়ানের ৭৫ ও ফখরের ৭৮ রানের সৌজন্যে ৭ উইকেটে জিতে যায় পাকিস্তান। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের প্রস্তুতির অংশ এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায়।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

লিটন-মুশফিকদের প্রস্তুতি আর ‘কিংবদন্তি’ মঈন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের, কে আছেন কে নেই

১৩ সেকেন্ডে গোল খেয়েও ফ্রান্সকে হারাল ইতালি

‘এমবাপ্পে অনেক দিন ধরেই গড়পড়তা মানের’, বললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার

৪৩ বলে ১০০: অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন ইংলিসের

টাইগারদের সাবেক কোচ এখন কিউইদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।