মোঃ বদরুদ্দোজা বাবলুকে সভাপতি এবং শেখ সাঈদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ডুমুরিয়া উপজেলার
ঐতিহ্যবাহী মেছাঘোনা ঈদগাহ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ৭ টায় ঈদগাহ মাঠে এলাকার ৩টি মসজিদের মুছাল্লীদের সম্বনয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী মহালদার, যুগ্ম সম্পাদক এড. শেখ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মোল্লা, সহকারী কোষাধ্যক্ষ শেখ হেদায়েতুল্লাহ, দাতা সদস্য প্রভাষক শেখ জিয়াউর রহমান।
এ সময়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, আলহাজ্ব শেখ শফিকুল ইসলাম, মোঃ লুৎফর রহমান শেখ ও শেখ লতিফুর রহমান।
মোঃ বদরুদ্দোজা বাবলুর সভাপতিত্বে এ সভায় বক্তৃতা করেন, শেখ আব্দুল মজিদ, শেখ মকবুল হোসেন, শেখ মফিজুর রহমান, মোঃ হারুনুর রশীদ খান, শেখ তরিকুল ইসলাম, শেখ আছাউর রহমান, মোঃ ইয়াসিন মোল্লা প্রমুখ। সভাটির সঞ্চালনায় ছিলেন মোঃ মঞ্জুরুল হক( মঞ্জু)