সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবি উপাচার্যের সাথে জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুবি উপাচার্যের সাথে জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

খুবি উপাচার্যের সাথে জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিইগাতা জেলার সানজো সিটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ। তিনি জাপানের সরকারি/বেসরকারি পর্যায়ের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট। জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের কোনো পদ নেই এবং প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। সৌজন্য সাক্ষাতকালে প্রফেসর ড. শাহরিয়ার আহমেদ জাপানি বিশ্ববিদ্যালয়টির পরিচিতি ও জাপানের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আগ্রহকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়ন করা হয়েছে। এতে প্রায় প্রতিটা সাবজেক্টের ৪র্থ বর্ষে ইন্টার্নশিপ রাখা হয়েছে। এই কারিকুলা বাস্তবায়নে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কারিকুলার জন্য তৈরি করতে আইকিউএসির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। খুব অল্প সময়ে শিক্ষকরাও এতে মানিয়ে নিচ্ছেন। উপাচার্য শিক্ষা-গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. শেখ আজহারুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং সশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে নির্মাণাধীন জিমনেশিয়ামের কাজ নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্নের তাগিদ

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন

খুবিতে নির্মাণাধীন জিমনেশিয়ামের কাজ নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্নের তাগিদ

বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ : রেজাউল করিম

বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার সাজেদ উল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।