সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবি উপাচার্য সকাশে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক | চ্যানেল খুলনা

খুবি উপাচার্য সকাশে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

খুবি উপাচার্য সকাশে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোনমি এন্ড কালিনারি আর্টস বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসেইন পামুুচ্চু। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তিনি উপাচার্যকে শিক্ষক এক্সচেঞ্জের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা এবং তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় ও সংশ্লিষ্ট বিষয়ে অর্থায়নের সম্ভাবনার ক্ষেত্রগুলো অবহিত করেন।

উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। খুলনা অঞ্চলে গবেষণার বিষয় অনেক। বিশেষ করে সুন্দরবন ও উপকূলীয় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের জন্য ট্যুরিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে চাকরিসহ বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সুন্দরবনসহ বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরা প্রয়োজন। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। একই সাথে আগামীতেও শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের পরিসর আরও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন। পরে উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর সেহরীশ খান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম, উপাচার্যের সঞ্জয় সাহা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইরাসমাস প্লাস স্টাফ মোবিলিটি ফর টিচিং প্রোগ্রামের আওতায় ৭ দিনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোনমি এন্ড কালিনারি আর্টস বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসেইন পামুচ্চু। এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে আন্তর্জাতিকভাবে গ্যাস্ট্রোনমি, ভ্রমণ, পর্যটন এবং অবকাশ ইত্যাদি ক্ষেত্রে জ্ঞান আদান-প্রদানের সুযোগ তৈরি হয়েছে।

এদিকে ড. হুসেইন পামুচ্চু আজ বিকাল ৩টায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একটি সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তৃতা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কেসিআরএ’র সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটিতে স্থান পাওয়ায় অভিনন্দন

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন মু. আবু তৈয়ব আহ্বায়ক, শাহ আলম সদস্য সচিব

এতোদিন শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিহত করেছি এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

পাইকগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের স্ত্রীর ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে খুলনা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে সমাবেশে নেতাকর্মিসহ মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।