সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সিটি মেয়রের সাথে শুভেচ্ছা বিনিময় | চ্যানেল খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সিটি মেয়রের সাথে শুভেচ্ছা বিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সিটি মেয়রের সাথে শুভেচ্ছা বিনিময়কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নিকট থেকে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার সকালে নগরভবনে কেসিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান করেছেন। শুদ্ধাচার পুরস্কারের জন্য গঠিত কেসিসি’র যাচাই-বাছাই কমিটি মূল্যায়ন সূচক অনুযায়ী প্রাপ্ত নম্বর বিবেচনাপূর্বক এ পুরস্কার প্রদানের জন্য মনোনীত করেছে।
সর্বোচ্চ নম্বর পেয়ে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, পূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আজিজুন নাহার বেলা এবং ভেটেরিনারি দপ্তরের কুকুর ধরা শ্রমিক আব্দুল জলিল খা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সিটি মেয়র মনোনীত কর্মকর্তা ও কর্মচারীর হাতে সনদ পত্র, সম্মাননা ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাসসহ কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ সমাজে সুশাসন প্রতিষ্ঠার ল্েয সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের জন্য সরকার “শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭” প্রণয়ন করে। পরবর্তীতে সময়ের প্রয়োজনে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন ও সমন্বয় সাধনপূর্বক এটিকে আরো বেশী কার্যকর ও যুগোপযোগী করার ল্েয শুদ্ধাচার পুরস্কার প্রদান সংশোধন নীতিমালা-২০২১ প্রণয়ন করা হয়। উল্লিখিত নীতিমালার আলোকে প্রতি অর্থবছরে এ পুরস্কার প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

হাজী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী’র আলোচনা সভা

বিশ্ব গণতন্ত্র দিবস রবিবার: খুলনায় বড় জমায়েতের প্রস্তুতি বিএনপির

‘বর্তমান সরকারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগাম টানতে হবে’

১৯৭১ সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল, তারা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পরেনি : মাও. সোয়াইব

খান জাহান আলী থানায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ

ভারতে পালিয়ে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : এড. মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।