সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনার ৬টি আসনে মনোনয়ন জমা দিলেন ৫৩ জন | চ্যানেল খুলনা

খুলনার ৬টি আসনে মনোনয়ন জমা দিলেন ৫৩ জন

খুলনার ৬টি আসনে মনোনয়ন জমা দিলেন ৫৩ জনআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে সংসদ সদস্য প্রার্থী হতে বিভিন্ন দলের প্রার্থীরা উৎসবের আমেজে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ছয়টি আসনে ৫৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ ৬টি আসনে ৫৯টি মনোনয়ন সংগ্রহ করে ছিলেন প্রার্থীরা। এ মধ্যে এ ৬টি আসনে আওয়ামী লীগের ৬জন, জাতীয় পার্টির ৬জন, জাকের পার্টির ৬জন, বাংলাদেশ কংগ্রেস এর ৪ জন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম ও ইসলামী ঐক্যজোটের ৩জন করে ৯জন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)র ২জন, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর ১জন করে ৩জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৭ জন মনোনয়নপত্র জন জমা দিয়েছেন।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান, প্রার্থী হতে ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৫৩ জন।
এর মধ্যে খুলনা-১ আসনে ৬ জন, খুলনা-২ আসনে ৯ জন, খুলনা-৩ আসনে ৫ জন, খুলনা-৪ আসনে ১৪ জন, খুলনা-৫ আসনে ৭ জন এবং খুলনা-৬ আসনে ১২ জন প্রার্থী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, আগামীকাল শুক্রবার ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এর পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। প্রচার চালানো যাবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

খুলনার ৬টি আসনে যারা মনোনয়ন জমা দিলেন-
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মন্ডল, জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ, জাকের পার্টির মোঃ আজিজুর রহমান, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্ৰ প্রামানিক, স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায়, স্বতন্ত্র প্রার্থী শেখ আবেদ আলী।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহউদ্দিন, জাতীয় পার্টি মোঃ গাউসুল আজম, গণতন্ত্রী পার্টির মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, জাকের পার্টি ফরিদা পারভীন, ইসলামী ঐক্যজোট হিদায়েতুল্লাহ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাবু কুমার রায়, বিএনএম প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মোঃ সাঈদুর রহমান।

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন, জাতীয় পাটির মোঃ আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী কাইজার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, জাকের পার্টির শেখ আনছার আলী, জাতীয় পার্টির মোঃ ফরহাদ আহমেদ, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মোঃ মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল রানা, স্বতন্ত্র প্রার্থী এম, ডি, এহসানুল হক, স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজভী আলম, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম রওশান জামির।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, জাতীয় পাটির মোঃ শাহীদ আলম, জাকের পার্টি সামাদ শেখ, আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ, স্বতন্ত্র প্রার্থী ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার, বাংলাদেশ কংগ্রেসের এস, এম, এ, জলিল ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।

এছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের মোঃ রশীদুজ্জামান, জাতীয় পাটির মোঃ শফিকুল ইসলাম মধু, ন্যাশনাল পিপলস্ পার্টি (এন পি পি) মোঃ আবু সুফিয়ান, জাকের পাটির শেখ মর্তুজা আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপির গাজী নাদীর উদ্দীন খান, স্বতন্ত্র প্রার্থী এস, এম রাজু, স্বতন্ত্র প্রার্থী গাজী মোস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মোঃ অহিদুজ্জামান মোড়ল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিআরএ’র সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটিতে স্থান পাওয়ায় অভিনন্দন

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন মু. আবু তৈয়ব আহ্বায়ক, শাহ আলম সদস্য সচিব

এতোদিন শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিহত করেছি এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

মুক্তিপনের দাবিতে প্রায়ই জেলে অপরহন হচ্ছে সুন্দরবনে আবারও কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া

খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

পাইকগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের স্ত্রীর ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।