সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন আজ | চ্যানেল খুলনা

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন আজ

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন আজইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ সোমবার বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। পাকিস্তানের স্থানীয় সময় আজ দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীরা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করেছেন। আর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে।

গত শনিবার দিবাগত রাতে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএলএন-নওয়াজ) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাঁকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার আয়াজ সাদিক। এতে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
উল্লেখ্য, ইমরান খানই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যিনি অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেননি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সরকার উৎখাতে মার্কিন-চীন প্রভাবের অভিযোগ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

ভারতে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

পাকিস্তানে হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানবিরোধী আন্দোলন করার সাজা পেয়েছেন শেখ মুজিব: শাহবাজ শরিফ

রাশিয়ায় সামরিক অফিস স্থাপন করল ইউক্রেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।