সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ওয়ার্নার ও পেইনকে ক্যাচ অনুশীলন করাচ্ছে ইংল্যান্ড | চ্যানেল খুলনা

ওয়ার্নার ও পেইনকে ক্যাচ অনুশীলন করাচ্ছে ইংল্যান্ড

ওয়ার্নার ও পেইনকে ক্যাচ অনুশীলন করাচ্ছে ইংল্যান্ডচ্যানেল খুলনা ডেস্কঃপেসারদের দাপটে জমে উঠেছে হেডিংলি টেস্ট। প্রথম দিন আর্চারের পেসে ১৭৯ রানে বিধ্বংস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর সৌজন্যে ৪৫ রানে ছয় উইকেট হারিয়েছে ইংল্যান্ড। স্লিপে থাকা ওয়ার্নারের হাতে এসেছে চারটি ক্যাচ। উইকেটরক্ষক পেইন ধরেন বাকি দুইটি ক্যাচ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ছয় উইকেটে ৫৪ রান।

জশ হ্যাজেলউডের মাধ্যমে ব্রেক থ্রু পায় সফরকারী অস্ট্রেলিয়া। দশ রানে ফিরে যান ওপেনার জেসন রয়। অজি ডানহাতির ফুল লেংথের বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন জেসন। দ্বিতীয় উইকেটে কোন রান যোগ করতে পারেনি ইংলিশরা। অধিনায়ক জো রুটও ধরা পড়েন ওয়ার্নারের হাতে। বোলারও ছিলেন হ্যাজেলউড।

এবারের সিরিজে বার্নস ও ডেনলি একাধিকবার দলের হার ধরেছেন। আজও ইংলিশ সমর্থকরা বুক বেঁধে আশা করেছিল তাদের জন্য। তবে কামিন্সের বাউন্সারে প্যাভিলিয়ন ছাড়েন বার্নস। আগের ম্যাচের নায়ক বেন স্টোকস আউট আট রানে। দলে ফিরে প্রথম ওভারেই প্যাটিনসন তুলে নেন স্টোকসের উইকেট।

দলের হয়ে একমাত্র দুই অঙ্ক স্পর্শ করা জো ডেনলিকেও আউট করেন প্যাটিনসন। ১২ রানে উইকেটরক্ষকের পেইনের কাছে ক্যাচ তুলে দেন তিনি। বেয়ারস্টোকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন হ্যাজেলউড। প্রথম সেশন শেষে ১২৫ রানে পিছিয়ে ইংলিশ শিবির। জস বাটলার চার রানে ও ক্রিস ওকস পাঁচ রানে অপরাজিত।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন : মির্জা ফখরুল

জানা গেল অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম

বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বিজয়ের পরে যা বললেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।