সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কেইউজে’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন | চ্যানেল খুলনা

কেইউজে’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

কেইউজে’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালনচ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিলো। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আর কোনো দিন খুনিদের বিচার হবে না, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। এ মাটিতেই খুনিদের বিচার হয়েছে, দেশও আবার এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকারকেও হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু তাকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়া হয়। আর (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা ক্ষমতায় এসে তার বাবার মতো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর। পরিচালনা করেন প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ওয়াদুদুর রহমান পান্না, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, আলহাজ্ব এস এম জাহিদ হোসেন, এস এম হাবিব, ফারুক আহমেদ, নেয়ামুল হোসেন কচি, মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, সুবীর রায়, অমিয় কান্তি পাল, এস এম ফরিদ রানা, আসাদুজ্জামান রিয়াজ, সাবেক ছাত্রনেতা শেখ মো. আবু হানিফ, অভিজিৎ পাল, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আল মাহমুদ প্রিন্স, আবু সাঈদ, শেখ আব্দুল্লাহ, শরিফুল ইসলাম বনি, মামুন রেজা, মল্লিক সুধাংশু, অরুণ সাহা, মহেন্দ্র নাথ সেন, জয়নাল ফরাজী, বিমল সাহা, ওয়াহেদ উজ জামান বুলু, দেবনাথ রণজিৎ কুমার, আলমগীর হান্নান, কাজী শামীম আহমেদ, সুনীল দাস, আমিরুল ইসলাম, মিলন হোসেন, নাজমা বেগম, বাবুল আকতার, লিয়াকত হোসেন, তপু বিশ্বাস, দিলীপ পাল, হাসান আল মামুন, মেহেদী মাসুদ খান, হাসানুর রহমান তানজির, এস এম বাহাউদ্দিন, রাজু সাহা বিপ্লব, আব্দুর রাজ্জাক, হেলাল মোল্লা, আবুল বাশার, শশাঙ্ক স্বর্ণকার, সোহেল রানা প্রমুখ।
সভা শেষে ১৫ই আগস্টের নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। এর আগে সকালে খুলনা প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এছাড়া দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার ও সন্ধ্যার পর ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কেসিআরএ’র সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটিতে স্থান পাওয়ায় অভিনন্দন

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন মু. আবু তৈয়ব আহ্বায়ক, শাহ আলম সদস্য সচিব

এতোদিন শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিহত করেছি এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

পাইকগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের স্ত্রীর ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে খুলনা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে সমাবেশে নেতাকর্মিসহ মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।