সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
মেথি শাক ভেবে 'গাঁজা পাতা' রান্না করে খেলেন তারা | চ্যানেল খুলনা

মেথি শাক ভেবে ‘গাঁজা পাতা’ রান্না করে খেলেন তারা

এই ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মজা করে কেউ কেউ নিতীশের পরিবারকে বলছেন ‘জয়েন্ট ফ্যামিলি’। আবার কেউ গাঁজার তরকারি রান্নার রেসিপি চাইছেন।

চ্যানেল খুলনা ডেস্কঃ ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলার। একটি পরিবার মেথি শাক মনে করে গাঁজা রান্না করে খেয়েছেন। আর গাঁজার ওই তরকারি খাওয়ার পর সেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং এনডিটিভি জানায়, গত শনিবার নিতীশ নামে এক ব্যক্তিকে মেথি শাক বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা নাভাল কিশোর গুপ্ত। কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নিতীশ।

বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ উত্তর প্রদেশের স্থানীয় খাবার ‘আলু-মেথি’ তরকারি রান্না করেন পিঙ্কি। কিংবা বলা যায় ‘আলু-গাঁজা’র তরকারি।

এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাদের শরীর খারাপ হয়ে পড়ে। তারা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তারা অজ্ঞান হয়ে যান।

পুলিশ সদস্যরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজার সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তারা ওই সবজি বিক্রেতা নাভাল কিশোর গুপ্তাকে আটক করেন। জেরার মুখে তিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা গাছ দেন দিয়েছেন তিনি নিতীশকে। কিন্তু তদন্তকারীরা এই জবাবে সন্তুষ্ট হননি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মজা করে কেউ কেউ নিতীশের পরিবারকে বলছেন ‘জয়েন্ট ফ্যামিলি’। আবার কেউ গাঁজার তরকারি রান্নার রেসিপি চাইছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।