সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রতিকূলতার মাঝেও সেরা মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসা | চ্যানেল খুলনা

প্রতিকূলতার মাঝেও সেরা মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসা

চ্যানেল খুলনা ডেস্কঃশিবানন্দপুর গ্রামে প্রতিষ্ঠিত মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসা। প্রতিষ্ঠানটির নেই কোনো ভবন তবে আছে বেড়াবিহীন টিনের চাল। সামান্য বৃষ্টিতেই ভিজে যায় শিক্ষার্থীদের বই খাতা। নানা প্রতিবন্ধকতার মাঝে শিক্ষার্থীদের রয়েছে বড় হওয়ার স্বপ্ন।

মাদরাসাটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর শিবানন্দপুর গ্রামে প্রতিষ্ঠিত। মাদরাসাটি ২০০৮ সালে যাত্রা শুরু করে ২০১৪ সালে প্রথম পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার পিইসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, বোয়ালমারী উপজেলার জিপিএ-৫ পেয়েছে ১২ জন। এর মধ্যে ৯ জনই শিবানন্দপুর মডেল মাদরাসার শিক্ষার্থী। যা গোটা উপজেলাতেই তাক লাগিয়ে দিয়েছে।

স্থানীয়রা জানান, ২০১৪ সালে এই প্রতিষ্ঠান থেকে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জনই গোল্ডেন এ প্লাস পেয়েছিল। ২০১৫ সালে পরীক্ষার্থী ছিল ৮ জন। যারা সবাই গোল্ডেন এ প্লাস অর্জন করে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি সত্যিই আনন্দের খবর যে, শত প্রতিকূলতার মাঝেও সেরা হওয়ার মতো সাফল্য দেখিয়েছে।’

মাদরাসা প্রধান শিক্ষক গোলাম কবির মোল্যা বলেন, ‘শিক্ষকগণ নিরলস পরিশ্রম করে শিক্ষার্থীদের সুন্দরভাবে গড়ে তোলার জন্য। সেজন্য তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। আশা করছি এই সাফল্য আগামীতেও ধরে রাখতে পারব।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।