সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | চ্যানেল খুলনা

উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল খুলনা ডেস্কঃনারীদের কল্যাণে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান- উইমেনস এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের (ডব্লিউইও) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানী ক্লাব ব্যাঙ্কুয়েট হলে প্রতিষ্ঠার ২য় বছর উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজমা মাসুদ।

দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় অনুষ্ঠানে প্রদান করা সম্মাননা গ্রহণ করেন- উইমেন এন্টারপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিলুফার আহমেদ করিম, উইমা লিমিটেডের সভাপতি নাসরিন রব রুবা, অ্যাসোসিয়েশন অব উইমেন এন্টারপ্রিনিউয়ার্সের সভাপতি হাফিজা মমতাজ হাসি, উইমেন এন্টারপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, উইমেন্স বাংলাদেশ ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিসের সভাপতি মেহেরীন মাহমুদ।

এ সময় উইমেন এন্টারপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিলুফার আহমেদ করিম বলেন, এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি সত্যিই আনন্দিত। রাষ্ট্রের সবরকম সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে এ দেশের নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে। এখনো আমাদের অনেক দূর যেতে হবে, আর সেই লক্ষ্যে ডব্লিউইও এর মতো প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। আমরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে চাই। আমরা সে লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করে ডব্লিউইও। ১২০ সদস্যের এই প্রতিষ্ঠান ইতোমধ্যে দুই বছর অতিক্রম করেছে। দুস্থ এবং অসহায় নারীদের সহযোগিতা করতে প্রতি মাসে বিভিন্ন মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা পণ্য প্রদর্শনের সুযোগ পেয়ে থাকেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।